রাহাত ফতেহ আলীর কনসার্টের আয় জুলাই ফাউন্ডেশনে দান

প্রকাশকালঃ ৩১ ডিসেম্বর ২০২৪ ০৭:১২ অপরাহ্ণ ০ বার পঠিত
রাহাত ফতেহ আলীর কনসার্টের আয় জুলাই ফাউন্ডেশনে দান

ঢাকা প্রেস,বিনোদন ডেস্ক:-
 

গত ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় চ্যারিটি কনসার্ট 'ইকোস অব রেভল্যুশন', যা আয়োজিত হয়েছিল ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্মের উদ্যোগে। কনসার্টের মূল উদ্দেশ্য ছিল ২৪ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের জন্য সহায়তা সংগ্রহ। জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান এই কনসার্টে পারফর্ম করেন।
 

কনসার্ট থেকে সংগৃহীত ১ কোটি ৬৫ লাখ ১১ হাজার ৪৮৫ টাকা শহীদ ও আহতদের পরিবারকে সহায়তা করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হয়। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর শাহবাগস্থ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশে অবস্থিত ফাউন্ডেশনের কার্যালয়ে, প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক সারজিস আলমের হাতে চেকটি হস্তান্তর করা হয়।
 

এ সময় 'স্পিরিটস অব জুলাই'র পক্ষ থেকে উপস্থিত ছিলেন মহিউদ্দিন মুজাহিদ মাহি, এস এম এহসান উল্লাহ ধ্রুব, খাইরুল আহসান মারজান, সাদেকুর রহমান সানি, মো. নূর এ আলম চৌধুরী, মো. জাফর আলী এবং রাইয়ান রহমান ইরাত।
 

কনসার্টে বিনা পারিশ্রমিকে গান পরিবেশন করেন রাহাত ফতেহ আলী। তাঁর সাথে আরও অংশগ্রহণ করেন ছাত্র-জনতার আন্দোলনের সংগীতশিল্পী হান্নান, র‍্যাপার সেজান, এবং দেশীয় ব্যান্ডদল চিরকুট, আর্টশেল ও আফটারম্যাথ। প্রাইম ব্যাংক পিএলসি ছিল এই কনসার্টের টাইটেল স্পন্সর।
 

কনসার্ট আয়োজকরা জানান, কনসার্টের আর্থিক হিসাবের স্বচ্ছতা নিশ্চিত করতে দেশের সুপরিচিত অডিট প্রতিষ্ঠান ‘Hoda Vasi Chowdhury & Co’-র সঙ্গে চুক্তি করা হয়েছে।
 

উল্লেখ্য, অর্থের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল। এ পরিষদের সদস্য ছিলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. কাজী মাহফুজুল হক সুপণ, ড. আনসারুল আলম, মুহাম্মদ মাহবুব কায়সার, মুহাম্মদ রুহুল আমিন, রোবায়েত ফেরদৌস, ড. মো. সাইফুল আলম চৌধুরী, ড. রেজওয়ানুল হক খান এবং বারডেম হাসপাতালের অধ্যাপক ডা. মাহবুবুল হাসান মুনির।