বাগেরহাটে বাস-ইজিবাইক সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:৩৩ অপরাহ্ণ   |   ৮৪ বার পঠিত
বাগেরহাটে বাস-ইজিবাইক সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

বাগেরহাট প্রতিনিধি:-

 

বাগেরহাটে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সিয়াম গাজী (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার সকালে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বলভদ্রপুর বালিয়াডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

নিহত সিয়াম গাজী মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামের বাসিন্দা মজিবর গাজীর ছেলে। আহতদের মধ্যে রয়েছেন নিহতের বাবা মজিবর গাজী (৫০), প্রতিবেশী রশিদ খান (৭৫) এবং ইজিবাইক চালক বাপ্পি (৩০)।
 

মহেষপুরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. তোমেজ উদ্দীন স্থানীয়দের বরাতে জানান, সিয়াম, তার বাবা এবং তাদের এক প্রতিবেশী ইজিবাইকে করে পিরোজপুর সদরে এক আত্মীয়ের মরদেহ দেখতে যাচ্ছিলেন। পথিমধ্যে বলভদ্রপুর বালিয়াডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
 

তিনি আরও জানান, সংঘর্ষে ইজিবাইকে থাকা চারজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সিয়াম গাজীকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজন বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 

দুর্ঘটনার কারণ সম্পর্কে এসআই তোমেজ উদ্দীন বলেন, মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ওই ট্রাক পাশ কাটাতে গিয়ে উভয় যানবাহনের চালক পরস্পরকে দেখতে না পেয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন।