পলাশবাড়ীতে জামায়াতের ছাত্র ও যুব জামায়াতের ওরিয়েন্টেশন প্রোগ্রান অনুষ্ঠিত 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৩৫ অপরাহ্ণ   |   ৮১ বার পঠিত
পলাশবাড়ীতে জামায়াতের ছাত্র ও যুব জামায়াতের ওরিয়েন্টেশন প্রোগ্রান অনুষ্ঠিত 

গাইবান্ধা জেলা প্রতিনিধি:-



গাইবান্ধার জেলার পলাশবাড়ী উপজেলা জামায়াতের ছাত্র ও যুব বিভাগের উদ্যোগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

 

১৩ ফেব্রুয়ারী শুক্রবার বিকেল ৩ টায় পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
 

উপজেলা যুব সভাপতি শামীম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত মনোনীত গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। 
 

প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন গাইবান্ধা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা।
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা জামায়াত আমীর ও ১ নং কিশোরগাড়ী ইউনিয়ন চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। 
 

ওরিয়েন্টেশন প্রোগ্রামটিতে প্রত্যেক ইউনিয়নের ছাত্র ও যুব বিভাগের টীম সদস্যগণ উপস্থিত ছিলেন।
 

প্রোগ্রামটি সঞ্চালনা করেন পলাশবাড়ী উপজেলা ছাত্র ও যুব বিভাগের সেক্রেটারি সহ অধ্যাপক হাফিজুর রহমান বেলাল।