আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
বুধবার ২৩ জুলাই রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম এর নেতৃত্বে থানার সঙ্গীও ফোর্স সহ অভিযান পরিচালনা করে আশরাফ আলীর বসতবাড়ি ঘরের ভিতর হতে প্লাস্টিকের জিপার ব্যাগে রক্ষিত ২৫১+২৫১ মোট ৫০২ পিস গোলাপী রঙ্গের ইয়াবা ট্যাবলেট সহ উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের মৃত্যু হায়দার আলীর ছেলে আশরাফ আলী(৫০) সহ এর বসতবাড়িতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়, বিক্রয়ের সময় নজরুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৪২) কে গ্রেফতার করে।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ আব্দুস সালাম জানান, পরবর্তীতে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।