মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির ভাইস-চেয়ারম্যান ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ। কার্যনির্বাহী কমিটির ২০২৫-২০২৭ মেয়াদের নবনির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেন আহ্বায়ক কমিটির নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।
একাধিক প্রার্থী না থাকায়, নিম্নলিখিত প্রার্থীদের দুই বছরের মেয়াদের জন্য চূড়ান্ত কমিটি ঘোষণা করা হয়:
ভাইস-চেয়ারম্যান: এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ
সেক্রেটারি: মোঃ খাইরুল ইসলাম (চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহ-সভাপতি)
নির্বাহী সদস্য: মফিজ উদ্দিন, রোজিনা সুলতানা, আব্দুল রাজ্জাক, তোহুরুল ইসলাম সোহেল ও মানিক রায়হান
সভায় আরও উপস্থিত ছিলেন আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট মহাম্মদ ইসাহাক, ডাঃ ময়েজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু প্রমুখ।