আন্দোলনকারীদের চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: স্বাস্থ্য মন্ত্রণালয়

প্রকাশকালঃ ১৭ আগu ২০২৪ ১২:১৮ অপরাহ্ণ ৫৯৭ বার পঠিত
আন্দোলনকারীদের চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: স্বাস্থ্য মন্ত্রণালয়

ঢাকা প্রেস নিউজ


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

 

শনিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, আহত ছাত্র-জনতাকে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। পাশাপাশি, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকেও আহতদের চিকিৎসা বিল গ্রহণ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে, এসব বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আন্দোলনকারীদের সব বিল সরকার বহন করবে।
 

আহতদের সঠিক সংখ্যা ও তাদের চিকিৎসার অবস্থা নিরীক্ষণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা আগামী রোববার বৈঠক করে তাদের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবেন।