হোসেন বাবলা ( চট্টগ্রাম):-
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্দেশনায় সীতাকুণ্ড উপজেলার তুলাতলী মৌজার বিএস ০১ নং খাস খতিয়ানভুক্ত ৪৯৪ নং দাগের আওতাধীন সরকারি ১১৩.৬৩ একর খাস জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের পর গতকাল ০২রা জুলাই আবারও উচ্ছেদ শেষে ঐ স্থানে প্রায় এক হাজার (১০০০) গাছের চারা রোপণ করা হয়েছে।
এর আগে গত ২৫ জুন ২০২৫ ইং তারিখে প্রথম দফা উচ্ছেদ অভিযানে আংশিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি।
সেই প্রেক্ষিতে গতকাল বুধবার দ্বিতীয় দফা অভিযানে সম্পূর্ণ এলাকায় থাকা অবৈধ স্থাপনাসমূহ সফলভাবে উচ্ছেদ করা হয়।
এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো: ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদ হাসান।
অভিযানে একটি ২ তলা বিল্ডিং, ১ তলা একটি বিল্ডিং, বৈদ্যুতিক সাবস্টেশন, কাটা তারের বেড়া এবং গেট সম্পূর্ণরূপে অপসারণ করা হয়। অভিযানে সহায়তা করেন বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, র্যাব, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং বন বিভাগ।
অভিযান শেষে উদ্ধারকৃত জমি সরকারের দখলে এনে পুনরায় দখল রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি, পরিবেশগত ভারসাম্য রক্ষায় এবং এলাকাটিকে পুনরায় সবুজায়নের লক্ষ্যে বন বিভাগ এর সার্বিক সহায়তায় প্রায় ১০০০টি বৃক্ষ রোপণ করা হয়েছে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান জানিয়েছেন।
তিনি আরো বলেন,চট্টগ্রাম জেলা প্রশাসন সকল অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ সহ ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।