চাঁদাবাজির মামলায় জামিন পেলেন ডন সেলিম

প্রকাশকালঃ ১৬ নভেম্বর ২০২৪ ১২:৫৫ অপরাহ্ণ ৪০৩ বার পঠিত
চাঁদাবাজির মামলায় জামিন পেলেন ডন সেলিম

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-

 

চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ জেলা আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান ওরফে ডন সেলিম। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

 

গত ৫ আগস্ট পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবির অভিযোগে দায়ের হওয়া এই মামলাকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন ডন সেলিম। তিনি বলেন, "আমার বিরুদ্ধে ক্যাসিনোসহ অন্য যেসব মামলা রয়েছে, সেগুলো ভুয়া। এছাড়া, বালু হাবিব ও ভূমিদস্যু মুজিবুর আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এই মামলা করেছেন। অভিযোগে যে সময় উল্লেখ করা হয়েছে, তখন আমি রূপগঞ্জেই ছিলাম না। চাঁদাবাজি করার প্রশ্নই ওঠে না।"
 

তিনি আরও অভিযোগ করেন যে, রূপগঞ্জ ছাত্রলীগের কর্মীরা এখন দিপু ভূইয়ার নেতৃত্বে সক্রিয় হয়ে তার বিরুদ্ধে কাজ করছে। ক্ষোভ প্রকাশ করে সেলিম বলেন, "রাজনীতি কি কোনো গ্যাং? সামাজিক কাজ করতে হলে রাজনীতিবিদ হতে হবে কেন? রাস্তায় সাইনবোর্ড লাগিয়ে চাঁদাবাজি করছে। এমন কোনো জায়গা নেই যেখানে চাঁদাবাজি হচ্ছে না।"

 

সেলিম সরকারকে উদ্দেশ্য করে বলেন, "এই অন্যায়ের বিরুদ্ধে ন্যায্য বিচার চাই। নাগরিক অধিকার প্রয়োগ করতে গেলেই মামলা দিয়ে হয়রানি করা হয়।" তিনি দাবি করেন, তার জায়গা আওয়ামী লীগের নেতারা দখল করে রেখেছে।


পুলিশের স্বাধীনতার অভাব নিয়েও কথা বলেন তিনি। তার ভাষায়, "পুলিশ ভয় পায়। তাদের কাজ করার জন্য স্বাধীনতা দিতে হবে। রূপগঞ্জ থানা মামলা নিতে চায়নি, পরে অভিযোগপত্র নিতে বাধ্য হয়।"

 

সেলিম প্রধানের আইনজীবী আশরাফুল বারী ভূঁইয়া জানান, সেলিম প্রধান ও নবী হোসেনের বিরুদ্ধে কথিত একটি চাঁদাবাজির মামলা হয়েছিল। তারা হাইকোর্ট থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন। বৃহস্পতিবার জামিননামা দাখিলের পর আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

 

ডন সেলিম বলেন, "আমি ছাত্র ও জনতার কাছে আহ্বান জানাই, আমার বিরুদ্ধে করা মামলা যাচাই করুন। সত্যিটা জানুন। আমি ভালো কাজের জন্য সবসময় ছিলাম, ভবিষ্যতেও থাকবো।"