আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কিছু জানি না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:১২ অপরাহ্ণ   |   ৮৮ বার পঠিত
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কিছু জানি না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ
 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তিনি অবগত নন। তার জ্ঞানে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি এবং তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না।
 

বুধবার সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে অনুষ্ঠিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ আনসার সদস্যরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন এবং তারা বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি, তাদের যৌক্তিক দাবিগুলো নিয়ে আলোচনা চলছে।
 

অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গে বক্তব্য
অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রয়োজনে এ অভিযান অব্যাহত থাকবে। অস্ত্র উদ্ধারের পরিমাণ প্রত্যাশার তুলনায় কম হওয়ায় তিনি এ বিষয়ে নজর দেওয়ার কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গনি, বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা।

 

বাংলাদেশ আনসারের ভূমিকা
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বর্তমানে বাহিনীর অধীনে ৩৯টি পুরুষ আনসার ব্যাটালিয়ন, দুটি মহিলা আনসার ব্যাটালিয়ন এবং একটি বিশেষায়িত আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) সহ মোট ৪২টি ব্যাটালিয়ন রয়েছে। এর মধ্যে ১৬টি ব্যাটালিয়ন পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ‘অপারেশন উত্তরণ’-এ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে।

 

তিনি আরও বলেন, সামাজিক সম্প্রীতি রক্ষায় আনসার সদস্যরা স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলে শারদীয় দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করছে। ভূমিদস্যু প্রতিরোধ, ভেজালবিরোধী অভিযান এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তারা উপজেলা প্রশাসনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।
 

দেশের নিরাপত্তায় আনসার বাহিনীর ভূমিকা
বাংলাদেশ আনসার বাহিনীর ভূমিকা দেশজুড়ে দৃশ্যমান। দেশের বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখা ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখতে কূটনৈতিক মিশনসমূহে নিরাপত্তা প্রদানেও এ বাহিনী কাজ করছে। বিশেষ প্রশিক্ষিত আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের সময় আনসার ও ভিডিপি সদস্যরা মানবসেবার কাজে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। ভবিষ্যতেও তারা দেশের নিরাপত্তা ও উন্নয়নে নিবেদিত থাকবে।