এতিমখানায় কোরআন খতম ও দোয়া মাহফিলে কাজী সালাহউদ্দিন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ ডিসেম্বর ২০২৫ ০১:২২ অপরাহ্ণ   |   ৬৩ বার পঠিত
এতিমখানায় কোরআন খতম ও দোয়া মাহফিলে কাজী সালাহউদ্দিন

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড, চট্টগ্রাম:


 

চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড–আকবরশাহ–পাহাড়তলী) আসনে ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মোহাম্মদ সালাহউদ্দিন ৩০ নভেম্বর ২০২৫ তারিখে স্থানীয় একটি এতিমখানায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। এতে এতিমখানার শিক্ষার্থী ও শিক্ষকদের পাশাপাশি বিএনপি নেতা–কর্মীরাও অংশ নেন।

 


 

দোয়া মাহফিল শেষে তিনি মাদ্রাসার ছাত্র–শিক্ষক এবং সীতাকুণ্ড, আকবরশাহ, পাহাড়তলী ও খুলশী আংশিক এলাকার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। পুরো আয়োজন জুড়ে ছিল প্রশান্তিময় ও মানবিক পরিবেশ, যেখানে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়।

 


 

আয়োজনে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবদীন দুলাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি এম আর চৌধুরী মিল্টন, কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এম শামসুদ্দোহা, ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু জাফর ভূঁইয়া, ৪ নম্বর মুরাদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আকবর হোসেন, সাধারণ সম্পাদক সরোয়ার কামাল, বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন রাসেল, কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস মিয়া মনির, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ একরাম উল্লাহ নয়ন এবং বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।
 

নেতাকর্মীরা জানান, এ ধরনের উদ্যোগ শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি জনগণের পাশে দাঁড়ানোর একটি বাস্তব প্রতিশ্রুতি।