আইডিপি পদে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
প্রিন্ট করুন
প্রকাশকালঃ
২৯ জুন ২০২৪ ০১:১০ অপরাহ্ণ
|
৫৮০ বার পঠিত
কর্মসূচি সংগঠক (আইডিপি) পদে জনবল নিয়োগ দেবে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ৪ জুলাই ২০২৪ পর্যন্ত। অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের পাশ হলেই এই পদে আবেদন করা যাবে। কোনো অভিজ্ঞতা ছাড়া অথাৎ ফ্রেসার বা সদ্য স্নাতক পাশ করেছেন এমন যে কেউ আবেদন করতে পারবে।
আবেদন ও নিয়োগের ক্ষেত্রে নারী, লিঙ্গ বৈচিত্র্যপূর্ণ ব্যক্তি বা প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হয়। বয়সের ক্ষেত্রেও কোন বাধ্যবাধকতা নেই। নিয়োগপ্রাপ্ত একজন কর্মীকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে। কর্মসূচি সংগঠক, আইডিপি পদের কর্মীর কর্ম এলাকাগুলো হলো রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, খুলনা, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, গাইবান্ধা, কুড়িগ্রাম, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও নওগাঁ।
আবেদন করতে হবে ব্র্যাকের ক্যারিয়ার বিষয়ক ওয়েবসাইট (https://careers.brac.net) থেকে।