ডেস্ক নিউজ (চট্টগ্রাম):-
পতেঙ্গা মডেল থানার পুলিশের অভিযানে আত্মসাতকৃত প্রাইমমুভার গাড়ী উদ্ধারসহ ১ যুবক কে আটক করেছে পতেঙ্গা মডেল থানার এসআই-অমিতাভ দত্ত ।
এএসআই-মুশফিকুর রহমান ও সংগীয় পুলিশ ফোর্স গতকাল ৮মার্চ রাত ৫ টায় কক্সবাজার জেলার মহেষখালী এলাকায় অভিযানে আত্মসাতকৃত প্রাইমমুভার গাড়ী যার রেজিঃ নম্বর ঢাকা মেট্টো-ঢ-৮১-০১৭৯ উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত আসামী মোঃ রাশেদ (২৫) কে গ্রেফতার করেন।
ধৃত আসামীকে পতেঙ্গা মডেল থানার মামলা নং-০৭,তারিখ-০৭-০৩-২০২৫ ইং ধারা-৪০৭/৪২০/৩৪ পেনাল কোড সংক্রান্তে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
এদিকে অপর একটি পুলিশি অভিযানে পাহাড়তলী থানা পুলিশের বিশেষ অভিযানে ১ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত জিআর সাজাপ্রাপ্ত আসামী মোঃ জাহিদ হারুনী প্রঃ ডাইল জাহিদ(৪৪), পিতা-মোঃ মফজল আলী, স্থায়ী: গ্রাম- সরাইপাড়া আশরাফ আলী রোড , পাহাড়তলী।
পাহাড়তলী থানার এসআই-মোঃ শহীদুল আলম পারভেজ সংগীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ১০ টার সময় সরাইপাড়া আশরাফ আলী রোড এলাকায় অভিযান পরিচালনা করে আটক করেছে।
তার বিরুদ্ধে জিআর-২৬৯/২০১৩, ধারা-১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯(১) এর ৯(ক) এর মূলে ১ বছরের সশ্রম কারাদন্ড দন্ডিত সাজাপ্রাপ্ত পলাতক ছিলেন বলে জানিয়েছেন দায়িত্বরত পুলিশ সদস্যরা।
ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে হাজির করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানা সূত্র জানায়।