পটুয়াখালীতে ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল গণি (৫০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩০ এপ্রিল ২০২৫ ০১:৪০ অপরাহ্ণ   |   ৯০ বার পঠিত
পটুয়াখালীতে ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল গণি (৫০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পটুয়াখালী প্রতিনিধি:-

 

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নুরুল ইসলাম জানান, বুধবার (৩০ এপ্রিল) ভোররাতে উপজেলার মজিদবাড়িয়া এলাকা থেকে সঙ্গীয় ফোর্সসহ আব্দুল গণিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল গণি মজিদবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভয়াং গ্রামের মৃত ওয়ারেচ মুন্সির ছেলে।
 

থানা সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল দুপুরে আব্দুল গণি খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে খেলাধুলা করা ৭ বছর বয়সী এক শিশুকে ডেকে নিয়ে যায়। এরপর শিশুটির মুখ চেপে ধরে স্থানীয় একটি ঝোপের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে গণি পালিয়ে যায়।
 

এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত ১৬ এপ্রিল পটুয়াখালী নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আব্দুল গণিকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
 

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হবে।