অন্তর্বর্তী সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ঘনিয়ে আসছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। চলতি বছরের ডিসেম্বরেই ঘোষিত হতে পারে ভোটের তারিখ। এই প্রেক্ষাপটে সংসদীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে স্বচ্ছতা ও সুষ্ঠুতা নিশ্চিত করতে ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
ইসি জানিয়েছে, নতুন এই নীতিমালা কেবল দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর জন্য প্রযোজ্য হবে। এর মূল লক্ষ্য হলো—নির্বাচন প্রক্রিয়ায় কোনো অনিয়ম বা ত্রুটি থাকলে তা চিহ্নিত করা, নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি করা এবং ভোটারদের আস্থা পুনর্ব্যক্ত করা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই নীতিমালা কার্যকর হলে নির্বাচনী পর্যবেক্ষণ কার্যক্রম আরও সংগঠিত, মানসম্মত ও বিশ্বাসযোগ্য হবে বলে আশা করছে ইসি।