ট্রাম্প-মাস্কের নীতিতে চাকরি হারালেন প্রায় ১০ হাজার কর্মী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:১১ অপরাহ্ণ   |   ৮১ বার পঠিত
ট্রাম্প-মাস্কের নীতিতে চাকরি হারালেন প্রায় ১০ হাজার কর্মী

অনলাইন ডেস্ক:-

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার উপদেষ্টা ইলন মাস্ক আমলাতন্ত্রে ব্যাপক কাটছাঁট কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে শুক্রবার ৯ হাজার ৫০০ জনেরও বেশি সরকারি কর্মীকে বরখাস্ত করা হয়।
 

স্বরাষ্ট্র, জ্বালানি, প্রবীণবিষয়ক, কৃষি, এবং স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের কর্মীরা এই ছাঁটাইয়ের শিকার হয়েছেন। বিশেষ করে, চাকরির এক বছরেরও কম সময় পূর্ণ করা কর্মীদের লক্ষ্যবস্তু করা হয়েছে, বলছে রয়টার্সের রিপোর্ট।
 

এছাড়া, ট্রাম্প প্রশাসনের প্রস্তাবের প্রেক্ষিতে প্রায় ৭৫ হাজার কর্মী স্বেচ্ছায় চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং আর্থিক সুবিধা গ্রহণ করবেন। এটি যুক্তরাষ্ট্র সরকারের অধীনে কাজ করা মোট ২৩ লাখ বেসরকারি কর্মীর প্রায় ৩ শতাংশ।
 

কর সংগ্রহকারী সংস্থা, ইন্টারনাল রেভেনিউ সার্ভিস (IRS), আগামী সপ্তাহে আরও কয়েক হাজার কর্মীকে বরখাস্ত করার প্রস্তুতি নিচ্ছে। এতে সংশ্লিষ্ট ব্যক্তিরা সতর্ক করেছেন যে, এ পদক্ষেপের কারণে ১৫ এপ্রিল আয়কর দাখিলের সময়সীমার আগে মার্কিন নাগরিকদের সম্পদ সংকুচিত হতে পারে।
 

ট্রাম্প প্রশাসন মনে করে, কেন্দ্রীয় সরকারের আকার বর্তমানের তুলনায় অনেক বড় এবং এতে অপচয় ও জালিয়াতির কারণে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে।
 

বর্তমানে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ঋণের পরিমাণ ৩৬ ট্রিলিয়ন ডলার (এক ট্রিলিয়ন সমান ১০ লাখ কোটি ডলার)। গত বছর দেশটির বাজেট ঘাটতি ছিল এক দশমিক ৮ ট্রিলিয়ন ডলার।