কবিতার নাম: ফাগুন আসেনি 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:০১ অপরাহ্ণ   |   ১০২ বার পঠিত
কবিতার নাম: ফাগুন আসেনি 

কবি: আনোয়ারুল কবির বাবলু 
********************************


এখনও ফাগুন আসেনি 
তুমি চলে এলে 
স্বাগতম বন্ধু তোমায় 
ভালোবাসি বলে।

 

আম্র কাননে ফুটেছে মুকুল 
গন্ধে মাতাল বন 
প্রজাপতি উড়ে বেড়ায় 
উদাস প্রেমিকের মন।

 

কখন আসবে ফাগুন 
ফুটবে পলাশ শিমুল 
গুঁজবে খোপায় প্রেমিক যোগল 
প্রেম জোয়ারে ভাসবে দুকূল। 

 

বসন্ত তুমি চলে এসো 
সাজাবো তোমার বাসর 
তোমার ফুটানো বাগানে 
বসাবো মোরা গানের আসর। 

 

শীতের শেষে বসন্ত আসে 
নদীর বুকে থাকে হাটু জল 
দু কুলের মানুষ মিতালি করে 
উড়ে বেড়ায় বক শালিকের দল।

 

বসন্ত বাতাসে মন রাঙায় 
ঘুম ভাঙে কোকিলের গানে 
ফুলের মধু খুঁজে ওলিরা 
আকুল করা গানে।
 

সত্যি কিনা মিথ্যা বল 
জানে তোমার মন 
ভালোবাসি বলে তুমি 
আমার বসন্তের শ্রেষ্ঠ ধন।