শেষ হলো জাভেদ আখতার-কঙ্গনা রনৌতের পাঁচ বছরের আইনি লড়াই

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ মার্চ ২০২৫ ০৫:৫২ অপরাহ্ণ   |   ১৫১ বার পঠিত
শেষ হলো জাভেদ আখতার-কঙ্গনা রনৌতের পাঁচ বছরের আইনি লড়াই

বিনোদন ডেস্ক:-

 

বলিউডের বর্ষীয়ান লেখক ও গীতিকার জাভেদ আখতার এবং অভিনেত্রী কঙ্গনা রনৌতের পাঁচ বছরের আইনি দ্বন্দ্ব শেষ হয়েছে। সর্বশেষ, গত মাসে মুম্বাই আদালত কঙ্গনার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। তবে এবার, আদালতে উপস্থিত হয়ে আলোচনার মাধ্যমে তারা তাদের মানহানি মামলা নিষ্পত্তি করেছেন।
 

শুক্রবার সকালে, জাভেদ আখতার ও কঙ্গনা রনৌত তাদের আইনজীবীদের সঙ্গে বান্দ্রা ম্যাজিস্ট্রেট কোর্টে উপস্থিত হয়ে তাদের আইনি লড়াইয়ের সমাধান করেন এবং ২০২০ সালে দায়ের করা মানহানি মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন।
 

কঙ্গনা সামাজিক মাধ্যমে সুখবরটি শেয়ার করে বলেন, “আজ আমি এবং জাভেদজি আমাদের আইনি লড়াই মিটিয়ে ফেললাম। মধ্যস্থতার ব্যাপারে জাভেদজি খুবই দয়ালু ও প্রাণবন্ত ছিলেন। তিনি আমার পরবর্তী সিনেমার জন্য গান লিখবেন বলেও কথা দিয়েছেন।”
 

২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কঙ্গনা বলিউডে স্বজনপোষণ বা ‘নেপোটিজম’ নিয়ে বিস্তর মন্তব্য করেছিলেন, যার মধ্যে গীতিকার জাভেদ আখতারকেও দায়ী করেছিলেন। এরপর জাভেদ আখতার কঙ্গনার বিরুদ্ধে মানহানি মামলা করেছিলেন। যদিও আদালত কঙ্গনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিল, কিন্তু এখন তা সমাধান হয়েছে।
 

আইনি দ্বন্দ্বের অবসান ঘটিয়ে দুই তারকা হাসিমুখে একে অপরকে সম্মান জানিয়ে কোর্ট চত্বরে একসঙ্গে ছবি তোলেন।
 

সূত্র: হিন্দুস্থান টাইমস