সেনেগালের কাছে হেরে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল

প্রকাশকালঃ ২২ জুন ২০২৩ ০১:১৬ অপরাহ্ণ ১৮০ বার পঠিত
সেনেগালের কাছে হেরে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সেনেগালের কাছে হেরে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মঙ্গলবার রাতে পর্তুগালের লিসবনে দাপট দেখিয়ে সেনেগাল ম্যাচটি জিতে নিয়েছে ৪-২ ব্যবধানে। সেনেগালের হয়ে জোড়া গোল করেছেন তারকা ফরোয়ার্ড সাদিও মানে। গোল করেছেন ফরোয়ার্ড হাবিব দিয়ায়োও।

অন্য গোলটি আত্মঘাতী। ব্রাজিলের হয়ে গোল করেছেন লুকাস পাকেতা ও মার্কিনিয়োস। এ নিয়ে গত ছয় ম্যাচের চারটিতেই হার দেখল ব্রাজিল। কাতার বিশ্বকাপে ব্রাজিল ছিল ‘জি’ গ্রুপে।

সেখানে গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে ১-০ ব্যবধানে হেরেছিল তারা। এর পরই ছিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ। সে ম্যাচে অবশ্য ৪-১ গোলের বড় জয় পায় নেইমাররা। বড় বিপত্তিটা ঘটে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে।


লুকা মদরিচদের বিপক্ষে সেই ম্যাচে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল।

বিশ্বকাপ ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে কোচের পদ ছাড়েন তিতে। এরপর অনূর্ধ্ব-২০ দলের কোচ রামোন মেনেজেসকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে। অবশ্য তার অধীনে শুরুটা হার দিয়েই হয়েছিল। মরক্কোর কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল সেলেসাওরা।

কদিন আগেই অবশ্য গিনির বিপক্ষে ৪-১ ব্যবধানে জেতে ব্রাজিল। আর মঙ্গলবার রাতে হারতে হলো আফ্রিকার আরেক দেশ সেনেগালের কাছে। ফলে নিজেদের শেষ ৬ ম্যাচের চারটিতেই পরাজয়ের শিকার হলো ফুটবলের পরাশক্তি ব্রাজিল।