আরিফুজ্জামান (সাগর)-ঢাকা, ৯ নভেম্বর ২০২৫ (রবিবার):

পাকিস্তান নৌবাহিনী প্রধান এডমিরাল নাভিদ আশরাফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সেনাসদরে সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে দুই দেশের প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সামরিক সক্ষমতা উন্নয়ন এবং যৌথ প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া, যৌথ সামরিক মহড়া, সেমিনার ও পারস্পরিক সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও তাঁরা মতবিনিময় করেন।

এ সময় এডমিরাল নাভিদ আশরাফ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে করাচি ও উত্তর আরব সাগরে অনুষ্ঠিত যৌথ অনুশীলন AMAN-এ বাংলাদেশের অংশগ্রহণকারী সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার প্রশংসা করেন।