ঢাকা প্রেস
বিপ্লব ইসলাম,লংগদু,(রাংগামাটি):-
রাঙামাটির লংগদুতে বিজয় দিবস উপলক্ষে লংগদু উপজেলা ক্রিড়া সংস্থা কতৃক আয়োজিত ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব মুসলিম ব্লক।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত ফাইনালে মাইনীমুখ বৈশাখী স্পোর্টিং ক্লাবের সাথে ৬ উইকেটের বিনিময়ে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলকে পুরস্কার প্রদান করেন ।
এসময় তিনি বলেন, খেলাধুলা শরীর ও মন দুটোকেই সুস্থ রাখে। খেলাধুলার মাধ্যমে পারস্পারিক সৌহার্দ্য ও সম্প্রীতির বিকাশ ঘটে। খেলাধুলার পৃষ্ঠপোষকতায় লংগদু উপজেলা প্রশাসনের পক্ষ হতে সহযোগীতা ছিলো এবং ভবিশ্যতেও এ ধারা অব্যাহত থাকবে ।
লংগদু ক্রিড়া সংস্থার পক্ষ হতে চ্যাম্পিয়ন দলকে বিশ হাজার ও রানার্স আপ টিমকে দশ হাজার ম্যান অব দ্য ম্যাচ মুসলিম ব্লক সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের খেলোয়ার শরিফুল আরেফিন তানিনকে তিনহাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।
টুর্ণামেন্টের আয়োজনের সাথে জড়িত সকল আম্পায়ার, স্কোরবোর্ড রাইটার, ধারা ভাষ্যকার সকলের প্রসংশা করেন খেলোয়াড় সহ খেলা প্রেমী দর্শকরা।
সমাপনী অনুষ্ঠানে এম এ জামান (প্রকাশ বাঙালি)র সঞ্চালনায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক যুব উন্নয়ন অফিসার আব্বাস উদ্দিন,অফিসার ইনচার্জ ফেরদাউস ওয়াহিদ,উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন,উপজেলা জামায়াতের আমীর নাছির উদ্দীন,আয়োজক কমিটির আহবায়ক শাহ আলম মুরাদ,লংগদু মডেল কলেজের প্রশাসক হারুনর রশীদ, বীর মুক্তিযোদ্ধা মীর শাহ নেওয়াজ চৌধুরী,উপজেলা প্রকৌশলী শামসুল আলম,উপজেলা একাডেমিক সুপার ভাইজার শওকত আকবর,প্রেসক্লাব সভাপতি এবিএস মামুন,ক্রিড়া সংস্থার সদস্য এমএ হালিম,সৈয়দ ইউনুস প্রমূখ।