ক্রীড়া ডেস্ক (চট্টগ্রাম):-
সদ্য বাফুফের নিবন্ধন লাভ করা দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির উদ্যোগে গ্রাসরুট ফুটবল দিবস উপলক্ষে এক প্রদর্শনী ম্যাচ শনিবার বিকেলে সিডিএ বালুর মাঠে অনুষ্ঠিত হয়েছে।
তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচে খেলার শেষ মিনিটে সিনিয়র টিমের স্টাইগার আরাফাতে এক মাত্র গোলে জুনিয়র টিম অ-১৪-১৫ দল কে হারিয়েছে কমলা জার্সি পরিহিত সিনিয়র টিম।
সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জয়ী দলের আরাফাত এবং উদীয়মান ফুটবলার পুরস্কারে মনোনীত হয়েছেন জুনিয়র টিমের ১১ নং জার্সি (নবাগত ফুটবলার)।
৫০ মিনিটের এই প্রদর্শনী ফুটবল ম্যাচ পরিচালনা করেন সাবেক ফুটবলার ও উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন, সহকারী রেফারি ছিলেন মোঃ রিফাত, ওমর ফারুক।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা পরিদর্শন করেছেন অভিভাবক সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শরীফ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ সালাউদ্দিন, সাবেক ফুটবলার মোঃ বাদল, একাডেমির পরিচালক সদস্য মোঃ খলিলুর রহমান হাওলাদার, সহকারী কোচ মোঃ মামুন এবং উপ কমিটির সদস্য মোঃ শাহেদ। ফুটবল ম্যাচের ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন টিম ম্যানেজার ও পরিচালক সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা।
আজ ২৪ মে, শনিবার গ্রাসরুট ফুটবল দিবস উপলক্ষে প্রীতি ম্যাচে একাডেমির বিভিন্ন বয়সের প্রায় ৬০ জন খেলোয়াড় অংশ গ্রহণ করে।
আগামী বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে শনিবার বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত অ-১৭ একাডেমি কাপ ফুটবলের জন্য খেলোয়াড় বাছাই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন টিম ম্যানেজার বাবলা।