চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ সেপ্টেম্বর ২০২৫ ০১:০০ অপরাহ্ণ   |   ৩২৪ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

✍️ মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ:-

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্ত এলাকায় যৌথ বাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
 

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়, সীমান্ত মেইন পিলার ১৮২ থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে বাগিচাপাড়া গ্রামে বিজিবি ও র‌্যাবের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। এ সময় টহল দল মালিকবিহীন অবস্থায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
 

আটককৃত পিস্তল, গুলি ও ম্যাগাজিনের বিষয়ে জিডি করা হয়েছে এবং পরবর্তীতে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
 

অভিযানে র‌্যাবের পক্ষে নেতৃত্ব দেন সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট সাঈদ মাহমুদ সাদান (বিএন) এবং বিজিবির পক্ষে দায়িত্বে ছিলেন আজমতপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. শাহীনুর রহমান।
 

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।