মিয়ানমার থেকে ১৭৩ বাংলাদেশি নাগরিক আজ দেশে ফিরছেন

প্রকাশকালঃ ২৪ এপ্রিল ২০২৪ ০২:৫০ অপরাহ্ণ ১৮৭ বার পঠিত
মিয়ানমার থেকে ১৭৩ বাংলাদেশি নাগরিক আজ দেশে ফিরছেন

তীব্র গরমের মধ্যেও আজ বুধবার (২৪ এপ্রিল) ভোর থেকেই মিয়ানমার কারাগার থেকে ফেরা ১৭৩ জন বাংলাদেশি নাগরিকদের স্বজনরা অপেক্ষা করছেন। দীর্ঘদিন মিয়ানমারে বন্দি থাকা এই বাংলাদেশিরা আজ সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
 

মঙ্গলবার মিয়ানমারের সিটুওয়ে বন্দর থেকে জাহাজ 'চিন ডুইন' তাদের নিয়ে রওনা দিয়েছে।
 

ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ফেরা এই বাংলাদেশিদের মধ্যে ১২৯ জন কক্সবাজারের, ৩০ জন বান্দরবানের, ৭ জন খাগড়াছড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী ও নীলফামারী জেলার।
 

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বজনরা কেউ কেউ ৩/৪ দিন ধরে কক্সবাজারে এসে অপেক্ষা করছেন।
 

রাশেদা বেগম নামে একজন স্বজন জানিয়েছেন, তার ছেলে রাসেল দুই বছর আগে সাগর মাছ ধরতে গিয়ে মিয়ানমারে আটক পড়ে জেলে দেওয়া হয়।
 

প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজই এই বাংলাদেশিদের যাচাই বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
 

এই ১৭৩ জনের মধ্যে ১৪৪ জন বাংলাদেশি দণ্ডপ্রাপ্ত হয়ে বিভিন্ন কারাগারে বন্দি ছিলেন। তাদের সবার সাজার মেয়াদ শেষ হয়েছে আগেই। বাকি ২৯ জনের সাজার মেয়াদ শেষ না হলেও এই ফেরত পাঠানোর উদ্যোগের সময় তাদেরকে বিশেষ ক্ষমার আওতায় আনা হয়েছে।