বশংবদ তোমার প্রেমে এই শুভ্রতার উর্বশী

প্রকাশকালঃ ০৩ আগu ২০২৪ ০৩:৩০ অপরাহ্ণ ৪২৫ বার পঠিত
বশংবদ তোমার প্রেমে এই শুভ্রতার উর্বশী

 

ঢাকা প্রেস নিউজ
লেখকঃ শাহনাজ প্রধান


বশংবদ তোমার প্রেমে এই শুভ্রতার উর্বশী
বল্লরীর ন্যায় তোমায় জড়িয়ে তোমার মঞ্জুরী!
বলিদান হতে চায় তোমার তরে প্রণয়নী!
মলয় বাতাস কে করেছি প্রবাসিনী!
নন্দিনী করেছে নিজেকে বন্দিনী!
তোমার বাঁশরীতে গেছি যে মিশে
তোমার হৃদয় তরীতে রয়েছি ভেসে!
চন্দ্রলোকের চন্দ্রিমালয়কে সঙ্গী করে
নিয়ে যাবো তোমায় হৃদয় আলিঙ্গনে!
চাঁদের পানে তাকিয়ে হাসবো দুজনে!
চাঁদকে আড়াল করে
গুল্মলতার চাদরে হারাবো দুজন মিলে!
নি:শ্বাস নি:শ্বাসের সাথে আটকে মরবো দুজনাতে!
জানো?
তুমি বিনে বর্ষার রিমিঝিমি
বৃষ্টির গান আসেনা কানে!
মেঘের ডাকে শিহরিত নই যে!
আকাশের প্রেমকে বঞ্চিত করেছি
রোদের তাপ নিয়েছি গায়ে মেখে!
বৈরীতাকে আপন করে প্রিয়তম
তোমার ধ্যানে আছি বসে!
ভালোবাসি ভালোবাসি
ভালোবাসি বলেছো তো কত বার করে!
তাহলে নন্দিনীর অবুঝ হৃদয়
বিদূর করো কেমনে?
লোকের বিদুষণকে সয়ে
রয়েছি তোমার প্রতিক্ষায় চেয়ে পথের প্রান্তরে!
আমি যে বিদলন হতে চাই তোমার বুকে!
জড়িয়ে নাও কলা গাছে মোড়ানো পোরতের মতো করে!