বৈষম্যবিরোধী ছাত্রনেতা অনিক সরকারের ‘হাত ভেঙে দিলেন’ যুবদল নেতা

প্রকাশকালঃ ১১ নভেম্বর ২০২৪ ০৯:৫৫ অপরাহ্ণ ৫১৮ বার পঠিত
বৈষম্যবিরোধী ছাত্রনেতা অনিক সরকারের ‘হাত ভেঙে দিলেন’ যুবদল নেতা

ঢাকা প্রেস,নাটোর প্রতিনিধি:-


নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা অনিক সরকারকে মারধরের অভিযোগ উঠেছে যুবদল নেতাদের বিরুদ্ধে। রোববার সন্ধ্যায় শহরের বঙ্গজল রাজবাড়ি এলাকায় এ হামলা ঘটে।

 

অভিযোগ অনুযায়ী, নাটোর পৌর যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহীন আহম্মেদ শিপলু ও তার এক সহযোগী মিলে অনিককে পিটিয়ে তার হাত ভেঙে দেন।
 

সোমবার (১১ নভেম্বর) নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলে করে যুবদল নেতা শিপলু ও তার সহযোগী মনি এসে অনিকের ওপর হামলা চালান। পিটুনির একপর্যায়ে অনিকের হাত ভেঙে যায়। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে শিপলু ও মনি পালিয়ে যান।
 

অনিকের অভিযোগ, “১০ নভেম্বর সারাদিন আওয়ামী লীগবিরোধী কর্মসূচিতে অংশ নিয়েছিলাম। সন্ধ্যায় রাজবাড়ির সামনে শিপলু ও মনি হঠাৎ আক্রমণ করে। শিপলু আমাদের এলাকারই। যদি আমার প্রতি তার কোনো ক্ষোভ থাকত, সেটা বলেই মিটমাট করতে পারত। এখন হাসপাতালে আছি। থানায় অভিযোগ দেব।”
 

এদিকে, অভিযুক্ত যুবদল নেতা শিপলুর বক্তব্য পাওয়া যায়নি। তবে শিপলুর সহযোগী মনি দাবি করেন, “ছাত্র আন্দোলনের আগে অনিক আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মেলামেশা করতেন এবং বিভিন্ন অপকর্মে যুক্ত ছিলেন। আমাদের ভাই শিপলু তাকে বাইরে ঘোরাফেরা করতে মানা করেন। এ সময় অনিক তর্ক শুরু করলে তাকে শুধু থাপ্পড় দেওয়া হয়। এর বেশি কিছু নয়।”
 

ওসি মো. মাহাবুর রহমান জানান, বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা থানায় মৌখিক অভিযোগ জানিয়েছেন এবং লিখিত অভিযোগও দায়ের করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।