ইফতার মাহফিলে আওয়ামী লীগ নেতাদের উপস্থিতি: বিএনপির তিন নেতাকে শোকজ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩১ মার্চ ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ   |   ৩৯ বার পঠিত
ইফতার মাহফিলে আওয়ামী লীগ নেতাদের উপস্থিতি: বিএনপির তিন নেতাকে শোকজ

কুমিল্লা প্রতিনিধি:-

 

কুমিল্লার তিতাসে বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে আওয়ামী লীগের নেতাদের উপস্থিতির ঘটনায় বিএনপির আরও তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

 

শনিবার (২৯ মার্চ) রাতে কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার এবং সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সির স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

শোকজ পাওয়া নেতারা হলেন তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাহবুব আলম সরকার ও গোলাম মহিউদ্দিন জিলানী এবং আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী।

 

চিঠির তথ্য অনুযায়ী, গত ২২ মার্চ ভিটিকান্দি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মানিককান্দি গ্রামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি আওয়ামী লীগের কয়েকজন চিহ্নিত নেতা প্রথম সারিতে বসে অংশগ্রহণ করেন।

 

এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কি না, তা জানতে চেয়ে তিন কার্যদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে। সেই সঙ্গে তাদেরকে সাংগঠনিক সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

 

নোটিশপ্রাপ্তদের মধ্যে ইফতার মাহফিলে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাহবুব আলম সরকার প্রধান অতিথি ছিলেন, আর গোলাম মহিউদ্দিন জিলানী ও মোহাম্মদ আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

এর আগে, একই ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাজহারুল ইসলাম খোকাকে গত ২৬ মার্চ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

 

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া জানান, বিএনপির ইফতার মাহফিলে আওয়ামী লীগ নেতাদের আমন্ত্রণ জানানোয় উপজেলা ও ইউনিয়ন বিএনপির চারজন নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। মাজহারুল ইসলাম খোকার জবাব দেওয়ার সময়সীমা ইতোমধ্যে শেষ হলেও তিনি এখনো চিঠির উত্তর দেননি।