অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় অ্যাওয়ার্ড স্কলারশিপ ফ্রি টিউশন ফি, টিকিট ও বাসস্থান
প্রকাশকালঃ
২৭ সেপ্টেম্বর ২০২৩ ০১:২৬ অপরাহ্ণ ২৩১ বার পঠিত
অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের বৃত্তি দেবে অস্ট্রেলিয়া সরকার। দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের এই বৃত্তির আওতায় টিউশন ফি মওকুফের পাশাপাশি শিক্ষার্থীদের বিমান টিকিট, বাসস্থান ও শিক্ষা ভাতার কোনো খরচ বহন করতে হবে না। এছাড়া তুলনামূলক কম আইইলটিএসে (৬.৫) আবেদন করার সুযোগ তো থাকছেই।
এই বৃত্তির মাধ্যমে অস্ট্রেলিয়ার প্রথম সারির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও টেফ ইনস্টিটিউশনে স্নাতক ও স্নাতকোত্তরে পড়াশোনা করতে পারবেন নির্বাচিত শিক্ষার্থীরা।
যেসব সুবিধা থাকছে :
১. অস্ট্রেলিয়া যাওয়ার বিমান টিকিট (ইকোনমি)
২. এককালীন বাসস্থান ভাতা
৩. বই ও শিক্ষা উপকরণের ভাতা
৪. অস্ট্রেলিয়ায় বসবাসের খরচ (পড়াশোনার বিষয় ও বিভাগ অনুযায়ী)
৫. স্বাস্থ্যসেবা ও চিকিৎসা খরচ
৬. ইংরেজি ভাষা শিক্ষা কোর্স, একাডেমিক সহায়তা, মাঠপর্যায়ের কাজ ও পুনর্মিলনীর জন্য বিমান ভাড়া।
আবেদনের যোগ্যতা :
১. বয়স ১৮ বছরের বেশি হতে হবে
২. ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে, আইইএলটিএসে স্কোর ন্যূনতম ৬.৫ / টোফেল-আইবিটিতে স্কোর ৭৮ / পিটিই স্কোর ৫৪।
৩. বৃত্তির অধীনের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করতে হবে।
৪. অস্ট্রেলিয়ার ভিসার প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করতে হবে।