ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম, ১২ জুলাই, ২০২৪:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের শরীরে ফিটিং করে বিশেষ কায়দায় দুই কেজি গাঁজা পাচারের চেষ্টা করার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন:
(১) জোহরা বেগম (৪৫), নাওডাঙ্গা ইউনিয়নের পূর্বফুলমতি গ্রামের বাসিন্দা
(২) সাবেরা বেগম (২৫), নাওডাঙ্গা ইউনিয়নের পূর্বফুলমতি গ্রামের বাসিন্দা
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফুলবাড়ী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধরলা ব্রীজ এলাকায় অভিযান চালায়। ঐ সময় তারা যাত্রী বেশে আসা দুই নারীকে আটক করে। পর তল্লাশি চালিয়ে তাদের শরীরের বিভিন্ন অংশে ফিটিং করা অবস্থায় দুই কেজি গাঁজা জব্দ করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এতে সকলের সহযোগিতা কামনা করেন।
এই ঘটনাটি কুড়িগ্রামে মাদক পাচারের একটি নতুন কৌশল উন্মোচিত করেছে। পুলিশ আশা করছে এই গ্রেপ্তারের মাধ্যমে মাদক পাচারকারীদের একটি বড় নেটওয়ার্ক ধরা দেওয়া সম্ভব হবে।