শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত গাবতলী বেড়িবাঁধ সংলগ্ন কাঁচা বাজার এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি)-এর ব্যবস্থাপনায় গাবতলী কাঁচা বাজার সংলগ্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অফিসের সামনে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করেন ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তৈমুর হাসান খাঁন। এ সময় উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর আফিক হাসান এবং সহকারী পরিচালক (এডি) মোঃ দেলোয়ার হোসেন। পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও কর্মসূচিতে অংশ নেন।
বিজিবি সূত্র জানায়, মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় সারাদেশে বিজিবির প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছে, যাতে তীব্র শীতের মধ্যে দেশের শীতার্ত ও অসহায় মানুষ কষ্ট না পায়।
বিজিবি আরও জানায়, চলতি শীত মৌসুমজুড়েই এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।