টুঙ্গীপাড়ায় পুলিশের ওপর হামলা: ইউপি সদস্য গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৩৬ অপরাহ্ণ   |   ১০৬ বার পঠিত
টুঙ্গীপাড়ায় পুলিশের ওপর হামলা: ইউপি সদস্য গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি:-

 

গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় বিজয় বাড়ৈ নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
 

মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজার থেকে বিজয় বাড়ৈকে গ্রেপ্তার করা হয়। তিনি ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য ও লেবুতলা গ্রামের বিমল বাড়ৈর ছেলে।
 

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে বিজয়কে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় টুঙ্গীপাড়া খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিফলেট বিতরণ বন্ধ করার নির্দেশ দিলে তাদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আওয়ামী লীগ কর্মী সন্দেহে সাফায়েত গাজী নামে এক ব্যক্তিকে আটক করে নিয়ে যাচ্ছিল পুলিশ। তখন দলীয় নেতাকর্মীরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশের গাড়ি আটকে ভাঙচুর করা হয়।
 

এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি দুপুরে টুঙ্গিপাড়া থানায় এসআই রাব্বি মোরসালিন বাদী হয়ে ১৭১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয়ে আরও ৩৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।