ইংল্যান্ডকে হারিয়ে অ্যাশেজে ২-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ ডিসেম্বর ২০২৫ ০৪:৪১ অপরাহ্ণ   |   ৬০ বার পঠিত
ইংল্যান্ডকে হারিয়ে অ্যাশেজে ২-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক


 

ব্রিসবেন টেস্টে দাপুটে জয় তুলে নিয়ে অ্যাশেজ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। মাত্র ৬৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে স্টিভ স্মিথের দল ইংল্যান্ডকে ৮ উইকেটে পরাজিত করে।
 

চতুর্থ দিনের শুরুতেই বড় ধাক্কা খায় ইংল্যান্ড। মাইকেল নেসারের দুর্ধর্ষ বোলিংয়ে ২৪১ রানেই থেমে যায় সফরকারীদের দ্বিতীয় ইনিংস। ইনিংস পরাজয় এড়ালেও অস্ট্রেলিয়ার সামনে ছোট লক্ষ্যই দাঁড় করাতে পারে তারা।
 

লক্ষ্য তাড়ায় প্রথমদিকে ট্রাভিস হেড (২২) ও মার্নাস লাবুশেন (৩) দ্রুত আউট হলেও ম্যাচের নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার হাতেই থাকে। এরপর অধিনায়ক স্টিভ স্মিথ মাত্র ৯ বলে ঝোড়ো ২৩ রান করেন এবং জ্যাক ওয়েদারাল্ড ১৭ রানে অপরাজিত থেকে দলকে সহজ জয় এনে দেন।
 

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বেন স্টোকস ও উইল জ্যাকসের ৯৬ রানের জুটি কিছুটা প্রতিরোধ গড়লেও নেসারের সামনে টিকতে পারেননি কেউ। স্টোকসের অর্ধশতক ও জ্যাকসের ৪১ রানের ইনিংসও শেষ পর্যন্ত বৃথা যায়। ৫ উইকেট নিয়ে নেসার ইনিংস শেষ করেন।
 

এর আগে প্রথম ইনিংসে জো রুটের সেঞ্চুরিতে ইংল্যান্ড তোলে ৩৩৪ রান। জবাবে পাঁচ ব্যাটারের ফিফটি এবং মিচেল স্টার্কের ঝকঝকে ৭৭ রানে ৫১১ রানের বিশাল সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ১৭৭ রানের লিডই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। পুরো ম্যাচে ব্যাটে ৭৭ রান ও বলে ৮ উইকেট নিয়ে স্টার্ক ছিলেন অস্ট্রেলিয়ার সবচেয়ে উজ্জ্বল নায়ক।