কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গত দুদিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। মোটর বিকল হওয়ায় হাসপাতালের ছয়তলা ভবনে পানি সরবরাহ বন্ধ রয়েছে, যার ফলে চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সোমবার (২০ জানুয়ারি) হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. নূর মোহাম্মদ শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পানির অভাবে অপারেশন থিয়েটারের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। জরুরি রোগীদের স্থানান্তর করা হচ্ছে অন্য হাসপাতালে। ইতোমধ্যে ২১ জন রোগীকে শহীদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজসহ আশেপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া নতুন রোগী ভর্তি নেওয়া বন্ধ রাখা হয়েছে। যারা আসছেন, তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হচ্ছে।
এই পরিস্থিতি প্রসঙ্গে ডা. নূর মোহাম্মদ শামসুল আলম বলেন, “সমস্যা সমাধানে গণপূর্ত বিভাগ কাজ করছে। আশা করা যাচ্ছে, আজ রাতের মধ্যেই পানির সরবরাহ স্বাভাবিক হবে।”
পানির এই সংকট দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন রোগী ও তাদের স্বজনরা।