প্রাণ বাঁচাতে লেবাননে পালাচ্ছে সিরীয়রা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৩ মার্চ ২০২৫ ০১:৩৫ অপরাহ্ণ   |   ৮৭ বার পঠিত
প্রাণ বাঁচাতে লেবাননে পালাচ্ছে সিরীয়রা

অনলাইন ডেস্ক:-

 

সিরিয়ার সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে চালানো সাম্প্রদায়িক হত্যাকাণ্ডের আতঙ্কে শত শত সিরীয় নাগরিক প্রতিবেশী দেশ লেবাননে পালাচ্ছে।
 

মঙ্গলবার, প্রাণের ভয়ে সিরিয়ার দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী একটি নদী পার হয়ে নারী, পুরুষ ও শিশুরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে লেবাননে প্রবেশ করতে দেখা গেছে।
 

রোববার সীমান্ত পেরিয়ে লেবাননে পৌঁছানো এক সিরীয় নারী জানান, নিজ গ্রামে তিনি সাতজনের মরদেহ পড়ে থাকতে দেখেছেন। আরেকজন জানান, টানা তিন দিন তিনি ঘন গুলির আওয়াজের মধ্যে ঘরবন্দি ছিলেন। অন্য এক ব্যক্তি বলেন, জঙ্গিরা তার পুরো গ্রামকে হত্যার হুমকি দেয়, শুধুমাত্র তারা সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়ের সদস্য হওয়ায়।