বামপন্থিদের গণমিছিল স্থগিত, উত্তেজনা সৃষ্টিতে লাকি আক্তার দেখা যায়নি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ মার্চ ২০২৫ ০৩:৩৯ অপরাহ্ণ   |   ১৫০ বার পঠিত
বামপন্থিদের গণমিছিল স্থগিত, উত্তেজনা সৃষ্টিতে লাকি আক্তার দেখা যায়নি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:-

 

স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগসহ সাতটি দাবিতে বামপন্থি কয়েকটি সংগঠন তাদের গণমিছিল স্থগিত করেছে। আজ শনিবার বেলা ১১টায় তারা কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেছে। তবে, ইনকিলাব মঞ্চসহ কয়েকটি সংগঠনের প্রতিবাদী কর্মসূচি ঘিরে উত্তেজনা তৈরি হলে তারা গণমিছিল স্থগিত করেন। এ সময়ে সমাবেশে গণজাগরণ মঞ্চের লাকি আক্তারকে দেখা যায়নি।
 

ফেসবুকে শুক্রবার রাতে কর্মসূচির বিষয়ে জানিয়ে লাকি আক্তার সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছিলেন। এর পর বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া জানানো হয়। বামপন্থিরা শহীদ মিনার থেকে টিএসসি পর্যন্ত গণমিছিলের পরিকল্পনা করেছিলেন, তবে উত্তেজনা সৃষ্টি হওয়ায় তারা এটি স্থগিত করেন।
 

সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, “আমাদের সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি করার চেষ্টা হয়েছে। গোয়েন্দা সংস্থা আমাদের ফোন করে কর্মসূচি সংক্ষেপ করার জন্য বলেছে, কিন্তু হামলা-মামলার ভয় দেখিয়ে আমাদের থামানো যাবে না।” তিনি আরও বলেন, “জুলাই-আগস্ট হত্যাকাণ্ডসহ নানা ঘটনার বিচার করা উচিত, এবং আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত সকল হত্যাকাণ্ড, ধর্ষণ এবং সন্ত্রাসের বিচারের দাবিতে আমরা একজোট।”
 

তিনি আরও বলেন, “এখন আমরা শহীদ মিনার থেকে টিএসসি পর্যন্ত যে গণমিছিল করার পরিকল্পনা করেছিলাম, তা স্থগিত করে শুধুমাত্র সমাবেশের মাধ্যমে আমাদের দাবি জানাচ্ছি।”
 

সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের একাংশের সভাপতি মুক্তা বাড়ৈ, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
 

তাদের দাবির মধ্যে ছিল: ১. মাগুরার শিশু হত্যা, ধর্ষণসহ সব নিপীড়নের বিচার। ২. ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ। ৩. জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার। ৪. মসজিদ, মন্দির ও মাজারে হামলা চালানো সন্ত্রাসীদের বিচার। ৫. চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড এবং শ্রমিক হত্যার বিচার। ৬. সাগর-রুনি, তনু, আফসানা, মুনিয়া সহ নানা হত্যাকাণ্ডের বিচার। ৭. হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলা, লুটপাটের বিচার।
 

এদিকে, ইনকিলাব মঞ্চের কর্মসূচি শাহবাগে প্রতিবাদী জমায়েত তৈরি করে। বেলা ১২টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি শহীদ মিনার থেকে বামপন্থিদের সরে যেতে পাঁচ মিনিটের আলটিমেটাম দেন। তবে, গণমিছিল স্থগিত হওয়ার পর তারা শাহবাগে ফিরে যান এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশে দুইটি দাবি জানান: ১. জুলাই, পিলখানা, শাপলা গণহত্যার বিচার। ২. গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা।
 

শরীফ উসমান হাদি বলেন, “আমরা জানতে পেরেছি, আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার জন্য হাজার কোটি টাকা খরচ করছে। জাতিসংঘের মহাসচিবের সামনে বাংলাদেশকে অস্থিতিশীল হিসেবে প্রদর্শনের চেষ্টা করছে তারা।”
 

এদিকে, শাহবাগ থেকে ‘ল তে লাকি, তুই হাসিনা তুই হাসিনা’ স্লোগান দিয়ে চেতনায় শাপলা নামে একটি সংগঠন রাজু ভাস্কর্য থেকে মিছিল বের করেছে।