ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আন্ডারপাসের দাবিতে অবরোধ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ অক্টোবর ২০২৪ ০৩:০৮ অপরাহ্ণ   |   ৪৪৯ বার পঠিত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আন্ডারপাসের দাবিতে অবরোধ

ঢাকা প্রেস
টাঙ্গাইল প্রতিনিধি:-


 

সল্লায় মৃত্যুদুর্ঘটনা রোধে স্থানীয়দের আন্দোলন

গাজীপুরের কালিহাতীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সল্লা এলাকায় প্রায়শই ঘটে চলা মৃত্যুদুর্ঘটনা রোধে আন্ডারপাস নির্মাণের দাবিতে স্থানীয়রা সড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে এলাকাবাসী ও শিক্ষার্থীরা একযোগে এই কর্মসূচি পালন করেন।

 

এই অবরোধের ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয় ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এই আন্দোলনে অংশ নেন। পরে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

 

আন্দোলনকারীরা জানান, দ্বিতীয় দফায় মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত চারলেন প্রকল্পের কাজ চলমান থাকলেও সল্লা এলাকায় আন্ডারপাস নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে এই এলাকায় দুর্ঘটনার ঘটনা প্রায়শই ঘটছে। তারা বারবার লিখিতভাবে কর্তৃপক্ষের কাছে আন্ডারপাস নির্মাণের দাবি জানালেও কোনো সুরাহা হয়নি।

 

আন্দোলনকারীরা তাদের দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন।

 

ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন আন্ডোলনকারীদের আন্ডারপাস নির্মাণের আশ্বাস দেন। তবে এই আশ্বাস কতটা বাস্তবায়িত হবে, তা সময়ই বলবে।