হিজবুল্লাহর ৩৪০ ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইসরায়েল, আহত ১১ জন

প্রকাশকালঃ ২৫ নভেম্বর ২০২৪ ০৭:৩০ অপরাহ্ণ ০ বার পঠিত
হিজবুল্লাহর ৩৪০ ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইসরায়েল, আহত ১১ জন

ঢাকা প্রেস,আন্তর্জাতিক ডেস্ক:-
 

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর পাল্টা হামলায় ইসরায়েল কেঁপে উঠেছে। ইসরায়েলের সামরিক বাহিনীর তথ্যমতে, রোববার (২৪ নভেম্বর) রাতে হিজবুল্লাহ একযোগে ৩৪০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে হামলা চালায়, এতে অন্তত ১১ জন আহত হয়।


আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার রাতের এই হামলায় তেল আবিবে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। হিজবুল্লাহ দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলছে।


এর আগের দিন শনিবার, ইসরায়েল লেবাননে তুমুল বিমান হামলা চালায়। এতে অন্তত ২৯ জন নিহত হন। এই হামলার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ পাল্টা আঘাত হানার অঙ্গীকার করেছিল।


হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, তারা প্রথমবারের মতো ইসরায়েলের দক্ষিণাঞ্চলের আশদ নৌঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে তেল আবিবের সামরিক লক্ষ্যবস্তু এবং উপকণ্ঠের গ্লিলট সেনাবাহিনীর গোয়েন্দা ঘাঁটিতে আঘাত হেনেছে।
 

ইসরায়েলের সামরিক বাহিনী শুরুতে এই হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে তারা জানায়, তেল আবিবসহ উত্তর-পূর্ব ও মধ্য ইসরায়েলের বিভিন্ন জায়গায় সাইরেন বাজানো হয়। আকাশপথে হামলার সতর্কতা হিসেবে এমন সাইরেন বাজানো হয়।


ইসরায়েলি বাহিনী দাবি করেছে, লেবানন থেকে ছোড়া অনেক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে।


গত ২৩ সেপ্টেম্বর থেকে ইসরায়েল লেবাননে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে। শনিবার রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে বড় ধরনের এক হামলায় অন্তত ১৫ জন নিহত হন। রোববার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা বেড়ে ২৯ জনে পৌঁছেছে।


লেবানন-ইসরায়েল সীমান্তে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইসরায়েলের ক্রমবর্ধমান হামলার জবাবে হিজবুল্লাহর এই প্রতিরোধে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।