ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম শেখকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুর ইসলাম শেখ ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবশ গ্রামের প্রয়াত ফজর উল্লাহ শেখের ছেলে।
পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকার পতনের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বৃহস্পতিবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ভাঙচুর লুটপাটের ঘটনার মামলায় নুর ইসলাম শেখকে গ্রেপ্তার দেখানো হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম শেখকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।