টেলিগ্রাম সিইও পাভেল দুরভকে শর্ত সাপেক্ষে জামিন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ আগu ২০২৪ ০৭:৫১ অপরাহ্ণ   |   ৫২৮ বার পঠিত
টেলিগ্রাম সিইও পাভেল দুরভকে শর্ত সাপেক্ষে জামিন

ঢাকা প্রেস
অনলাইন ডেস্ক:-


বিশ্বব্যাপী জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের সিইও পাভেল দুরভকে ফরাসি আদালত শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে। বুধবার এই আদেশ জারি করা হয়।

 

পাভেল দুরভকে ৫০ লাখ ইউরো জামানত জমা দিতে হবে এবং সপ্তাহে দুবার থানায় হাজিরা দিতে হবে। এছাড়া তিনি ফ্রান্স ত্যাগ করতে পারবেন না।
 

উল্লেখ্য, টেলিগ্রামে সংঘটিত অপরাধের তদন্তের অংশ হিসেবে রাশিয়ান বংশোদ্ভূত পাভেল দুরভের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। প্যারিসের প্রসিকিউটররা জানিয়েছেন, তাকে ফ্রান্সে আনুষ্ঠানিক তদন্তের অধীনে রাখা হয়েছে।
 

গত শনিবার (২৪ আগস্ট) প্যারিসের উত্তরাঞ্চলীয় বিমানবন্দর থেকে পাভেল দুরভকে গ্রেপ্তার করা হয়। ফরাসি সংবাদমাধ্যম টিএফওয়ানের প্রতিবেদন অনুযায়ী, তিনি নিজের বিমানে করে প্যারিসের লো বোর্গেট বিমানবন্দরে অবতরণ করার পরই গ্রেপ্তার হন।