মাদারগঞ্জে প্রবাসীর মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ ডিসেম্বর ২০২৫ ০৬:৪৩ অপরাহ্ণ   |   ০ বার পঠিত
মাদারগঞ্জে প্রবাসীর মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ

মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর জেলা প্রতিনিধি


 

জামালপুরের মাদারগঞ্জে এক প্রবাসীর মালিকানাধীন মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে মাদারগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 


 

রোববার রাতে থানায় অভিযোগ করেন ইউসুফ মিয়া (৩৮)। তিনি উপজেলার কড়ইচড়া ইউনিয়নের বিনোদটঙ্গী এলাকার এনছ মণ্ডলের ছেলে।
 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ইউসুফ মিয়া তার ছোট ভাই প্রবাসী মো. ইব্রাহীমের মালিকানাধীন একটি হোন্ডা মোটরসাইকেল গড়পাড়া চাইলেনীপাড়া মোড়ের পূর্ব পাশে নিরাপদ স্থানে রেখে যান। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর জামালপুর-লা-১২-১৬৭৭, মডেল এক্স-ব্লেডস (ABS), চেসিস নম্বর PSOKCA190MH516391 এবং ইঞ্জিন নম্বর KC35EA4016162।
 

পরে সেখানে গিয়ে তিনি দেখতে পান মোটরসাইকেলটি আর নেই। আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে নিশ্চিত হন যে, অজ্ঞাতনামা চোরেরা তার অজান্তে ও অনুমতি ছাড়া মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে সন্দেহ করতে পারছেন না বলেও অভিযোগে উল্লেখ করেছেন।
 

ভুক্তভোগী ইউসুফ মিয়া বলেন, “আমার ছোট ভাইয়ের মোটরসাইকেলটি চুরি হয়ে যাওয়ায় আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি এবং হতাশাগ্রস্ত। চুরি হওয়া মোটরসাইকেলটি অপব্যবহারের আশঙ্কাও রয়েছে। চোরদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং মোটরসাইকেল উদ্ধার করার আশায় থানায় অভিযোগ করেছি।”
 

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।