জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সংস্কার কমিশনের প্রতিবেদন গুরুত্বপূর্ণ: আসিফ মাহমুদ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ জানুয়ারি ২০২৫ ০৬:৪৫ অপরাহ্ণ   |   ৫৭২ বার পঠিত
জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সংস্কার কমিশনের প্রতিবেদন গুরুত্বপূর্ণ: আসিফ মাহমুদ

ঢাকা প্রেস নিউজ

 

জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রকাঠামো সংস্কারের জন্য যে জনআকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছিল, তা সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
 

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।


আসিফ মাহমুদ জানান, আজ চারটি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। এসব প্রতিবেদনের ভিত্তিতে রাজনৈতিক দল, সিভিল সোসাইটি এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে ঐকমত্যের মাধ্যমে রাষ্ট্রব্যবস্থার প্রতিটি খাতে সংস্কার আনা হবে। এসব সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে।


তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল ফ্যাসিবাদী সরকারের পতন ও এই ব্যবস্থার বিলোপ। অন্তর্বর্তীকালীন সরকারের এই সংস্কার কার্যক্রম ফ্যাসিবাদী ব্যবস্থাকে চিরতরে বিলোপ করার একটি গুরুত্বপূর্ণ ধাপ।”


১৫ জানুয়ারিকে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, “আজ কমিশনগুলো তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এর আগে, গুগল ফর্মের মাধ্যমে মতামত আহ্বান করা হলে, কোনো কোনো কমিশনে এক লাখের বেশি মানুষ মতামত দিয়েছেন। এটি প্রমাণ করে যে সংস্কারের ব্যাপারে মানুষের মধ্যে গভীর আকাঙ্ক্ষা রয়েছে।”


সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে জনগণের আকাঙ্ক্ষা পূরণের মাধ্যমে রাষ্ট্রব্যবস্থা উন্নত করার ব্যাপারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি আশ্বস্ত করেছেন।