প্রয়োজনে সংগ্রাম , এম এ আজিজ স্টেডিয়াম চট্টগ্রামবাসীর, এই মাঠ কারো কাছে ইজারা দেওয়া যাবে না: সিটি মেয়র ডাঃ শাহাদাত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ জানুয়ারি ২০২৫ ১২:১৯ অপরাহ্ণ   |   ১০১ বার পঠিত
প্রয়োজনে সংগ্রাম , এম এ আজিজ স্টেডিয়াম চট্টগ্রামবাসীর, এই মাঠ কারো কাছে ইজারা দেওয়া যাবে না: সিটি মেয়র ডাঃ শাহাদাত

ঢাকা প্রেস,স্পোর্টস ডেস্ক:-


চটগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, এম এ আজিজ স্টেডিয়াম মাঠ চট্টগ্রামবাসীর, এই মাঠ কারো কাছে ইজারা দেওয়া যাবে না। মাঠ বরাদ্দ দেওয়ার বিষয়ে প্রয়োজন হলে সংগ্রাম করা হবে।


 



চট্টগ্রামবাসী এর বিরুদ্ধে কঠোর অন্দোলন গড়ে তুলবে। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম ২৫ বছরের জন্য বাফুফে -কে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে চট্টগ্রামের সর্বস্থরের ক্রীড়া সংগঠকরা মেয়রকে স্বারক্ষলিপি দিতে গেলে মেয়র তাদের উদেশ্যে এই কথা বলেন।
 

মেয়র বলেন, আমি নিজেও আপনাদের সাথে রাজপথে থাকব। আমি চাই চট্টগ্রামের স্পোর্টসম্যানরা একটি মানববন্ধন করুক। মানববন্ধনে আপনারা থাকবেন, প্রয়োজনে আমিও থাকব। মানববন্ধন থেকে আমরা কঠোরভাবে ঘোষণা দিব শুধু বাফুফে নয় এই মাঠ কোন প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া যাবে না। এটা চট্টগ্রামের সম্পদ চট্টগ্রামের খেলোয়াড়েরা এখানে খেলবে।আপনারা সর্বস্থরের ক্রীড়া সংলিষ্টদের নিয়ে মানববন্ধন কর্মসুচী, সাংবাদিক সম্মেলন সহ জনমত গড়ে তুলুন। আপনারা একটি প্রেস কনফারেন্স করে আপনাদের কর্মসুচী ঘোষনা করুন। প্রয়োজন হলে এটার জন্য সংগ্রাম হবে। 
 

চটগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন আরও বলেন, চট্টগ্রামে মাঠের সংখ্যা কম এই ব্যাপারে আমি কঠোর অবস্থানে আছি। এই মাঠকে ঘিরে সিজেকেএসের প্রায় ৩০টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। তাছাড়া চট্টগ্রামে আন্তর্জাতিক ম্যাচ চলাকালে খেলোয়াড়েরা  এই মাঠে অনুশীলন করে। আমি বার বার বলছি এই মাঠের জন্য যা যা করা দরকার আমি করব।এই সিদ্ধান্ত চট্টগ্রামের ক্রীড়াবিদদের প্রতি চরম অন্যায়। আমরা খেলাধুলার ইভেন্ট কোথায় করব আমাদের বিকল্প কোন মাঠ নাই। এবিষয়ে ফুটবলার ক্রিকেটারসহ সকলকে সোর্চ্চার হতে হবে। আমি চট্টগ্রামের উপদেষ্টা সহ সবার কাছ এই ব্যাপারে সর্মথন পাচ্ছি। প্রয়োজনে আমি প্রয়োজনে প্রধান উপদেষ্টার সাথে দেখা করে  এবিষয়ে কথা বলব।
 

বক্তব্যের পর চট্টগ্রামের সর্বস্থরের ক্রীড়া সংগঠকদের পক্ষ থেকে মেয়রকে একটি স্মারকলিপি প্রদান এবং নগর পিতা ও একজন সাবেক ক্রীরাবিদ হিসাবে এব্যাপারে সহযোগীতা কামনা করেন । এই সময় উপস্থিত ছিলেন নব নির্বাচিত চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সৈয়দ আবুল বশর, সিজেকেএস সাবেক সহ- সভাপতি এডভোকেট শাহিন আবতাফ রেজা চৌধুরী, সিজেকেএস সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, সিজেকেএস সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস সাবেক কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মোঃ জাহাঙ্গীর, সিজেকেএস কাউন্সিলর আবদুল হান্নান আকবর, মোহাম্মদ হারুনুর রশীদ, সাইফুল আলম খান, মোহাম্মদ রাইহান উদ্দিন রুবেল, ওমর ফারুক, ডাঃ সাইফুল ইসলাম, রিপাত বিন আমিন, মোহাম্মদ জাহেদ,  আবু জাহেদ, আবু সামা বিপ্লব প্রমুখ।