গ্রামীন ডিজিটাল ল্যাবের নতুন তিনটি সেবা কার্যক্রমের উদ্বোধন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ মে ২০২৫ ০১:০৮ অপরাহ্ণ   |   ৯৮ বার পঠিত
গ্রামীন ডিজিটাল ল্যাবের নতুন তিনটি সেবা কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম):-

 

নগরীর দক্ষিণ হালিশহর কেইপিজেড সংলগ্ন গ্রামীন ডিজিটাল ল্যাবের তিনটি নতুন সেবা কার্যক্রম উদ্বোধন করেন গ্রামীন ডিজিটাল ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক  ডাঃ নাহিদুল আলম রাজু। 

 




এই উপলক্ষ্যে ১১ মে, রোববার দুপুরে ল্যাব কার্যালয়ে প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতি, হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের সদস্য ও এলাকার ডাক্তারদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
 

গ্রামীন ডিজিটাল ল্যাবের পরিচালক মোঃ মেজবাহ উদ্দিন মনসুর এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির সভাপতি মোঃ মারুফ রহমান মনু,  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীন ডিজিটাল ল্যাবের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডাঃ নাহিদুল আলম রাজু।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ জাহিদুল হাসান,  ডাঃ রতন দাস, ডাঃ কামাল উদ্দিন, ডাঃ  পি কে দাস, ডাঃ আনোয়ার হোসেন  রাসেল,ডাঃ  মোঃ ইমরান,  ডাঃ মোঃ সুমন, ক্যাপ্টেন মাসুদ আলম, আরিফুর রহমান মামুন, মোঃ শফিউল আজম, মোহাম্মদ ইউনুস, ডাঃ মোঃ গিয়াস উদ্দিন প্রমুখ ।


প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, " ল্যাবের কার্যক্রম শুধুমাত্র প্যাথলজি পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষকে কিভাবে পরিপূর্ণ স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যায় তারই ধারাবাহিকতায় আমরা “ গ্রামীণ ডায়াবেটিস কেয়ার, গ্রামীন ভ্যাকসিনেশন সেন্টার, গ্রামীণ মেটারনিটি কেয়ার” নামের তিনটি সেবা কার্যক্রম চালু করেছি । এর ফলে একই ছাতার নিচে সব ধরনের সেবা পাওয়ায় রোগীর ভোগান্তি দূরীভূত হবে। "
সভাপতি তাঁর বক্তব্যে উপস্থিত সদস্যরা যথাসময়ে উপস্থিত হয়ে  অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করায়  সবাইকে ধন্যবাদ জানান এবং ল্যাবের উন্নতি কামনা করেন। 


অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন গ্রামীন ডিজিটাল ল্যাবের সম্মানিত পরিচালক মোঃ তৈয়বুর রহমান রাসেল এবং মোঃ আবু জাহেদ।