চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৫.৬%, আগামীতে কিছুটা বৃদ্ধির পূর্বাভাস বিশ্বব্যাংকের

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ এপ্রিল ২০২৪ ০১:০৭ অপরাহ্ণ   |   ২৫৮ বার পঠিত
চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৫.৬%, আগামীতে কিছুটা বৃদ্ধির পূর্বাভাস বিশ্বব্যাংকের

বিশ্বব্যাংক ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৫.৬ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে। গত অর্থবছরে (২০২২-২৩) প্রবৃদ্ধির হার ছিল ৫.৮ শতাংশ। বিশ্বব্যাংক আজ মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে তাদের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে এ তথ্য জানায়।

 

প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারী থেকে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালীভাবে ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু উচ্চ মূল্যস্ফীতি, ক্রমবর্ধমান অর্থপ্রদানের ঘাটতি, আর্থিক খাতের দুর্বলতা এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা পুনরুদ্ধার প্রক্রিয়াকে ব্যাহত করছে।

 

এতে আরও বলা হয়েছে, জরুরি অর্থনৈতিক সংস্কার এবং একক বিনিময় হার ব্যবস্থা বৈদেশিক মুদ্রার রিজার্ভ উন্নত করতে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বৃহত্তর বিনিময় হার নমনীয়তা বৈদেশিক মুদ্রা বাজারে চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য রক্ষা করতে সহায়তা করবে।