ঝিলমিল প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের ১৫ চালকের প্লট বরাদ্দ বাতিল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ আগu ২০২৫ ০৮:১৫ অপরাহ্ণ   |   ৩১ বার পঠিত
ঝিলমিল প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের ১৫ চালকের প্লট বরাদ্দ বাতিল

রাজউকের ঝিলমিল আবাসিক প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরের ১৫ জন গাড়ি চালকের নামে বরাদ্দ প্লট বাতিল করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
 

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. নুরুল আমিন স্বাক্ষরিত চিঠিতে রাজউক চেয়ারম্যানকে জরুরি ভিত্তিতে এসব প্লট বাতিলের নির্দেশ দেওয়া হয়।
 

যেসব চালকের বরাদ্দ বাতিল হয়েছে—

  • বোরহান উদ্দিন ও বেলাল হোসেন

  • সাইফুল ইসলাম ও সফিকুল ইসলাম

  • মতিউর রহমান ও নুর হোসেন ব্যাপারী

  • মাহবুব হোসেন ও শাহীন

  • মিজানুর রহমান ও বাচ্চু হাওলাদার

  • নুরুল ইসলাম ও রাজন মাদবর

  • নুরুল আলম, নুরনবী ও শাহীন

এদের মধ্যে অধিকাংশের বরাদ্দ ছিল ৩ কাঠার প্লট, আর শেষ তিনজনের নামে বরাদ্দ ছিল ৫ কাঠার প্লট।
 

এক জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে গঠিত দুটি তদন্ত কমিটি জানিয়েছে— এ চালকরা কেউই ঝিলমিল প্রকল্পে প্লটের জন্য আবেদন করেননি। তবুও, সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের লিখিত নির্দেশে নির্ধারিত কোটার সীমা অতিক্রম করে এবং বিধি লঙ্ঘন করে তাদের বরাদ্দ দেওয়া হয়। তদন্ত কমিটিগুলো অনিয়ম প্রমাণিত হওয়ায় এই বরাদ্দ বাতিলের সুপারিশ করে।