সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জামায়াতের জাতীয় সমাবেশের সূচনা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ জুলাই ২০২৫ ১২:৪৯ অপরাহ্ণ   |   ৩৫ বার পঠিত
সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জামায়াতের জাতীয় সমাবেশের সূচনা

প্রথমবারের মতো রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়।

সমাবেশের সূচনা পর্বে সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট ইসলামী সংগীতশিল্পী ও গীতিকার সাইফুল্লাহ মানসুর। এতে সাইমুম শিল্পী গোষ্ঠী মনোজ্ঞ সংগীত পরিবেশন করে। পাশাপাশি বিভিন্ন বিভাগ ও মহানগর পর্যায়ের সাংস্কৃতিক সংগঠনগুলোও অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এই সমাবেশে ব্যাপক জনসমাগম হয়েছে। গতকাল সন্ধ্যা থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে জামায়াতের নেতাকর্মীরা ঢাকায় এসে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। আজ সকাল থেকেই বিভিন্ন ব্যানার ও পতাকা নিয়ে মিছিল সহকারে হাজার হাজার নেতাকর্মী সোহরাওয়ার্দী উদ্যানে এসে উপস্থিত হন। এতে পুরো উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায়, এমনকি উদ্যানের বাইরেও অসংখ্য মানুষকে অবস্থান নিতে দেখা যায়।

সমাবেশে উত্থাপিত সাত দফা দাবির মধ্যে রয়েছে:

১, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,

২, সকল গণহত্যার বিচার,

৩, রাষ্ট্রীয় মৌলিক সংস্কার,

৪, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন,

৫, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার পুনর্বাসন,

৬, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন,

৭, এক কোটিরও বেশি প্রবাসী ভোটারের ভোটাধিকার নিশ্চিত করা।

সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানা গেছে।