প্রিন্ট করুন
প্রকাশকালঃ
১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৩৪ অপরাহ্ণ
|
৩০১ বার পঠিত
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম রাউন্ডে রিয়াল সোসিয়েদাদকে ২-০ ব্যবধানে পরাজিত করে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। এই ম্যাচে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে একটি ঐতিহাসিক রেকর্ড গড়েছেন।
ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে এই ম্যাচে গোল করে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসাবে ঘরের মাঠে শুরু করা টানা ১০ ম্যাচের সবগুলোতেই গোল করলেন। তার মোট গোলসংখ্যা হলো ১৩।
যদিও ম্যাচের প্রথমার্ধে তেমন একটা জ্বলে উঠতে পারেনি তিনি। কিন্তু দ্বিতীয়ার্ধের এবং ম্যাচের ৫৮ মিনিটে মারকিনিওসের হেড থেকে আসা বল ভলি করে জালে পাঠান এমবাপ্পে।
এই নিয়ে চ্যাম্পিয়নস লিগে এটি তার ৪৪তম গোল। নিজেদের জয় নিশ্চিত করতে ৭০ মিনিটে পিএসজির হয়ে দ্বিতীয় গোলটি করেন বারকোলা। এতে করে নিজেদের মাঠে শেষমেশ জয় দিয়েই ম্যাচের ইতি টানে পিএসজি।