ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার এবং উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ ও প্রক্টর সাইফুদ্দীন আহমেদের অপসারণ দাবিতে শাহবাগ মোড়ে দুই ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
আজ মঙ্গলবার (২০ মে) দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয় ছাত্রদলের নেতাকর্মীরা। অবরোধের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এ সময় তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
অবরোধের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বাসযাত্রীরা বাধ্য হয়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা হন।
অবরোধ চলাকালে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন,
“আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি সাতদিন ধরে। এরপর যদি কোনো কঠোর কর্মসূচি দিতে হয়, তার দায়ভার বর্তমান অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। সাম্য হত্যার বিচার না হলে আমরা শুধু ঢাকা নয়, সারাদেশ অচল করে দেব।”
তিনি আরও বলেন,
“যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা প্রকৃত খুনি কি না, সে বিষয়ে আমরা সন্দিহান। সরকার এখনো আমাদের আশ্বস্ত করতে পারেনি। সাম্য হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সারাদেশে আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিফলন।”
রাকিব সরকারঘনিষ্ঠ উপদেষ্টাদেরও কঠোর ভাষায় সমালোচনা করেন। তিনি বলেন,
“জুলাই-আগস্ট মাসে যেসব সুবিধাভোগী উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন, তাদের কেউ এখনো সাম্য হত্যার বিষয়ে একটি কথাও বলেননি, এমনকি সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ পর্যন্ত করেননি। আমরা তাদের প্রতি ধিক্কার জানাই। যারা সাম্য ও পারভেজ হত্যার পর ন্যূনতম সহানুভূতি দেখাতে ব্যর্থ, তাদের প্রতি আমাদের কোনো সহানুভূতি নেই।”
অবরোধ শেষে বিকেল পৌনে ৫টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড় ছেড়ে মিছিলসহ ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শহীদ মিনারে যান এবং সেখানেই দিনের কর্মসূচি শেষ করেন।
উল্লেখ্য, গত ১৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম সাম্য। তিনি এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। সাম্যের মৃত্যুর পর থেকে প্রতিদিনই উপাচার্য ও প্রক্টরের পদত্যাগসহ বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্রদল।