বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য আরও তিনটি জাহাজ ক্রয়ের উদ্যোগ: নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ জুলাই ২০২৫ ০৫:৪৯ অপরাহ্ণ   |   ৩০ বার পঠিত
বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য আরও তিনটি জাহাজ ক্রয়ের উদ্যোগ: নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত

বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে আরও তিনটি জাহাজ যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “জাহাজ পরিবহন খাতে আয় বাড়াতে সরকার এই উদ্যোগ নিয়েছে।”
 

শনিবার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত কেএসআরএম শিপ ব্রেকিং ইয়ার্ডের পুনঃপ্রক্রিয়াজাত কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
 

তিনি আরও জানান, হংকং কনভেনশনের নীতিমালা অনুসরণ করায় চট্টগ্রামের ১৪টি শিপ ব্রেকিং ইয়ার্ড ইতোমধ্যে ‘গ্রিন শিপইয়ার্ড’ সনদ অর্জন করেছে। আরও কিছু ইয়ার্ড এই তালিকায় যুক্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।
 

তবে যেসব ইয়ার্ড এখনো গ্রিন শিপইয়ার্ড সনদ পায়নি, তাদের ব্যবসা গুটিয়ে নিতে হবে বলে সতর্ক করে দেন তিনি। তিনি বলেন, “অনেক ইয়ার্ড এখনও নিয়মনীতি মানছে না। তবে সরকার প্রয়োজনীয় সহায়তা দিয়ে তাদের এ প্রক্রিয়ায় অংশ নিতে উৎসাহিত করবে।”