জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করল জাতীয় নাগরিক পার্টি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ মার্চ ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ   |   ৮৯ বার পঠিত
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করল জাতীয় নাগরিক পার্টি

প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচির অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার সকাল ৮টার দিকে দলটির নেতাকর্মীরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
 

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের শীর্ষ নেতারা। এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, "সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় কাজ করবে এনসিপি।" দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, "আমরা দেশের মানুষের সমর্থন প্রত্যাশা করি।"
 

এরপর তারা রায়েরবাজার শহীদ বধ্যভূমিতে গিয়ে অভ্যুত্থানের সময় শহীদ হওয়া ছাত্র-জনতার কবর জিয়ারত করার পরিকল্পনা করেন। দলীয় সূত্র জানায়, সকাল ১০টায় রায়েরবাজার বধ্যভূমিতে ২০২৪-এর অভ্যুত্থানের শহীদদের আত্মার শান্তির জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
 

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক বিশাল সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি।