ঢাকা প্রেস
চাঁদপুর জেলা প্রতিনিধি:-
চাঁদপুরে মা ইলিশ ধরার অভিযোগে ১১ জন জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় ব্যাপক পরিমাণে অবৈধ জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
রোববার (২০ অক্টোবর) কোস্টগার্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় এই অভিযান চালানো হয়। চাঁদপুর কোস্টগার্ড স্টেশন মেঘনা নদীর মোহনা ও আশপাশের এলাকায় পরিচালিত অভিযানে ১১ জন জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ১০ কেজি ইলিশ মাছ এবং একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়।
জব্দকৃত জাল পুড়িয়ে নষ্ট করা হয় এবং মাছ স্থানীয় দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়। আটককৃত জেলেদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের চাঁদপুর নৌ-পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।